সেদিন অভাব ঘুচবে কি মোর যেদিন তুমি আমার হবে (shedin obhab ghuchbe ki mor)

সেদিন অভাব ঘুচবে কি মোর যেদিন তুমি আমার হবে
আমার ধ্যানে আমার জ্ঞানে প্রাণ মন মোর ঘিরে রবে॥
              রইবে তুমি প্রিয়তম
              আমার দেহে আত্মা-সম
জানি না সাধ মিটাবে কি-না 
 তেমন করেও পাব যবে॥
পাওয়ার আমার শেষ হবে না পেয়েও তোমায় বক্ষতলে
সাগর মাঝে মিশে গিয়েও নদী যেমন ব’য়ে চলে।
              চাঁদকে দেখে পরান জুড়ায়
              তবু দেখার সাধ কি ফুরায়
মিটেছেল সাধ কি রাধার নিত্য পেয়েও নীল-মাধবে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ভারতবর্ষ পত্রিকার  চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। পি ১১৮২৭। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। সুর: নজরুল ইসলাম।] [শ্রবণ নমুনা]
     
  • পত্রিকা: ভারতবর্ষ [চৈত্র ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭)। খট্‌টোরী। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎঘটক। পৃষ্ঠা: ২৪৪-২৪৫] [নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
      • রাগ: খট টোড়ি
      • তাল: ত্রিতাল
      • গ্রহস্বর:
        • সা [জগৎ ঘটক]
        • সঋ  [ইদ্‌রিস আলী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।