সেদিন ব’লেছিলে এই সে ফুলবনে (sedin bolechhile ei she fulbone)

সেদিন ব’লেছিলে এই সে ফুলবনে,
আবার হবে দেখা ফাগুনে তব সনে॥
ফাগুন এলো ফিরে লাগে না মন কাজে,
আমার হিয়া ভরি, উদাসী বেণু বাজে;
শুধাই তব কথা দখিনা সমীরণে॥
শপথ ভুলিয়াছ বন্ধু, ভুলিলে পথ কি গো,
বারেক দিয়ে দেখা লুকালে মায়ামৃগ।
আঁচলে ফুল লয়ে হল’ না মালা গাঁথা,
আসার পথ তব ঢাকিল ঝরা পাতা;
পূজার চন্দন শুকালো অঙ্গনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। গানটি গেয়েছিলেন রমলা মজুমদার। এই বছরেই 'সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা' পত্রিকার আশ্বিন ১৩৪৬ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৯) সংখ্যায় গানটির স্বরলিপি প্রকাশিত হয়েছিল। এই বিচারে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে, রেকর্ডের আগেই গানটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিন্তু পত্রিকায় প্রকাশিত স্বরলিপির পাদটীকায় উল্লেখ আছে,  'গানখানি কুমারী রমলা মজুমদার Twin Record -এ গেয়েছেন।' এই বিচারে ধারণা করা হয়, গানটি আগষ্ট মাসে রেকর্ড হয়েছিল। রেকর্ডকৃত ওই গান সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকায় স্বরলিপিসহ প্রকাশিত হয়েছিল, আশ্বিন ১৩৪৬ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৯) সংখ্যায়। পত্রিকায় প্রকাশের সময়, নজরুলের বয়স ছিল  ৪০ বৎসর ৪ মাস।

    রেকর্ডটি বাজারে ছাড়া হয়েছিল ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)।
  • গ্রন্থ:
    • পুতুলের বিয়ে
      • প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। সমবেত গান।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সমবেত। পৃষ্ঠা ৩৬২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৯৯। পৃষ্ঠা: ২১৩]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। স্বরলিপিকার। সালাউদ্দিন আহ্‌মেদ [প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২৫ সংখ্যক গান] [নমুনা]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা:  ৩৭-৩৯]  [নমুনা]
       
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [১৬শ বর্ষ, আশ্বিন ১৩৪৬ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৯)। কথা: কাজী নজরুল ইসলাম। সুর: শ্রীশৈলেশ দত্তগুপ্ত। স্বরলিপি: শ্রী হেমন্ত মুখার্জ্জী। পৃষ্ঠা: ৩২০-৩২২। পাদটীকা: 'গানখানি কুমারী রমলা মজুমদার Twin Record -এ গেয়েছেন।'] [নমুনা]
  •  রেকর্ড:
    • টুইন [ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। এফটি ১৩০৯৫। শিল্পী: রমলা মজুমদার। সুর: শৈলেশ দত্তগুপ্ত ]
    • এইচএমভি [মে ১৯৪৫ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৫২)। এন ২৭৫১৯। শিল্পী: বীণা চৌধুরী। সুর: শৈলেশ দত্তগুপ্ত]
  • বেতার: ঢাকা বেতার কেন্দ্র। [২৮ মে ১৯৪০ (মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৩৪৭)। সান্ধ্য অনুষ্ঠান। ৭.৩৫-৭.৪৯। শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়]
    • সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ। ১০, সংখ্যা। পৃষ্ঠা: ৫৫৮।
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • হেমন্ত মুখার্জ্জী। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [১৬শ বর্ষ, আশ্বিন ১৩৪৬ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৯) [নমুনা]
    • সালাউদ্দিন আহ্‌মেদ। ১৯৪৫ খ্রিষ্টাব্দের মে মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী: বীণা চৌধুরী] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি অষ্টাদশ খণ্ড অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
    • ইদ্‌রিস আলী। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে টুইনি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী: রমলা মজুমদারী] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।