সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধ’রে

সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধ'রে।
খোদার রহম মেঘের মত ছায়া দেবে তোরে॥
তুমি বিচার করো না- কেউ করলে তোমার ক্ষতি
এক সে-বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি,
তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে॥
সকল সময় ধ’রে থেকো আল্লা নামের খুঁটি
তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি,
ইয়াকিন দিলে থেকে তুমি, নিবেন তোমায় ত'রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)-এর ৩৬৪ সংখ্যক গান। তাল: দাদরা পৃষ্ঠা: ১১৩।
     
  • রেকর্ড: এইচ.এম.ভি.[আগষ্ট ১৯৪০ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৭)। এন ১৭৪৯২। শিল্পী: মি. মীর মজফ্‌ফর আলী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।