সোনার হিন্দোলে কিশোর-কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে (sonar hindole kishor-kishori dole)

সোনার হিন্দোলে কিশোর-কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে
বিন্দু বিন্দু বারি অবিরত পড়ে ঝরি' বাজে তাল জলদ মৃদঙ্গে॥
            জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
            থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা
পল্লব কোলে ফুলদলে দোলে (যেন) গোপীদল গোপীবল্লভ সঙ্গে॥
            উল্লাসে থরথর খরতর বহে বায়
            পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়।
            দৃষ্টিতে গোপীদের বৃষ্টির লাবনি
            আনন্দ উতরোল গাহে বৃন্দাবনী
নূপুর মধুর বাজে যমুনা তরঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) মাসে এএচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)। রেকর্ড নং এন ৭২৫০। শিল্পী: সুধীর দত্ত। রাগ: তিলককামোদ।[শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৯-১১১] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ঝুলন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।