স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছে মোদেরে ঘেরি (snigdho shyam kalyan rupe)
রাগ: শ্যামকল্যাণ, তাল: কাহারবা
স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে রয়েছে মোদেরে ঘেরি
তব অনন্ত করুণা ও স্নেহ নিশিদিন নাথ হেরি॥
তব চন্দন-শীতল কান্তি
সৌম্য-মধুর তব প্রশান্তি
জড়ায়ে রয়েছে ছড়ায়ে রয়েছে অঙ্গে ত্রিভুবনেরই॥
বাহিরে তুমি বন্ধু স্বজন আত্মীয় রূপ মম
অন্তরে তুমি পরমানন্দ প্রিয় অন্তরতম।
নিবেদন করে তোমাতে যে প্রাণ
সেই জানে তুমি কত মহান
যেমনি সে ডাকে সাড়া দাও তাকে তিলেক কর না দেরি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেক্র্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। রাগ: শ্যামকল্যাণ, তাল: কাহারবা। গান সংখ্যা ২১২৭। পৃষ্ঠা: ৬৪১]
- রেকর্ড:
- টুইন [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৯৩৬)। এফটি ৪৭১১। শিল্পী: অমরেন্দ্র ঘোষ। ইমন কল্যাণ-একতাল] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৮৯-৯০। [নমুনা]
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৮৯-৯০। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- রাগ: শ্যাম কল্যাণ [স্বরলিপিতে ইমন কল্যাণ রয়েছে। মূলত গানটির রচিত হয়েছিল শ্যামকলজযাণ রাগে এবং গানের স্থায়ীতে এর উল্লেখ আছে]
- তাল: একতাল
- গ্রহস্বর: ধর্স