স্বপন ভেঙে গেলে আমায় খুঁজো না বৃথাই

স্বপন ভেঙে গেলে আমায় খুঁজো না বৃথাই।
কাছে থেকেও ছিলাম দূরে সরে গেলাম তাই॥
জানি আমার দুটি বাহুর মালা
মনে হতো রাহুর জ্বালা;
শান্ত হবে সেই জ্বালা তাই আমি দূরে যাই॥
আমি তোমার বুকে কাঁটাস হয়ে ছিলাম,
তুমি প্রেমের মালিকা মিছে দিলে মোর নাম।
যদি জেগে দেখ কপোল প'রে
অশ্রু কারো আছে ঝরে
বর্ষণেরই স্পর্শ ভেবে, মুছলে ক্ষতি নাই॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৪। পৃষ্ঠা: ৯৪৫-৯৪৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।