স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই। (shopon jokhon bhangbe tomar)

                  স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই।
মোরে         শূন্য তোমার বুকেরি কাছে খুঁজ্‌বে গো বৃথাই॥
                        দেখবে জেগে' বাহুর' পরে
                        আছে নীরব অশ্রু ঝ'রে
                কাছ থেকেও ছিলাম দূরে যাই গো চ'লে যাই॥
                কাঁটার মতো ছিলাম বিঁধে আমি তোমার বুকে,
                বিদায় নিলাম চিরতরে ঘুমাও তুমি সুখে (ওগো)।
                        একলা ঘরে জেগে' ভোরে
                        হয়তো মনে পড়বে মোরে,
                        দূরে স'রে হয়তো পাব অন্তরেতে ঠাঁই॥

  • রচনাকাল ও স্থান:  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (মঙ্গলবার, ১৩ মাঘ ১৩৪৩), এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, তাতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৩৭ বৎসর ছিল ৮ মাস।

  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানীর সাথে নজরুলের চুক্তিপত্র। ২৬ জানুয়ারি ১৯৩৭ (মঙ্গলবার, ১৩ মাঘ ১৯৪৩)।
    • এইচএমভি। [মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন ৯৮৬২। শিল্পী: মিস্ অনিমা বাদল][শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। ২৪ সংখ্যক গান।] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।