হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আস্‌বে ন

হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আস্‌বে না।
আশা-তরী ডুব্‌বে কূলে দুখের স্রোতে ভাস্‌বে না॥
        হয়তো তুমি এম্‌নি ক'রে
        পথ চাওয়াবে জনম ভ'রে
রইবে দূরে চিরতরে সাম্‌নে এসে হাস্‌বে না॥
কামনা মোর রইলো মনে রূপ ধ'রে তা উঠ্‌লো না;
বারে বারে ঝর্‌লো মুকুল ফুল হয়ে তা ফুট্‌লো না।
        অবুঝ এ প্রাণ তবু কেন
        তোমার ধ্যানেই বিভোর হেন
তুমি চির-চপল নিঠুর ─ জানি, ভালোবাস্‌বে না॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। পরে তা বাতিল হয়ে যায়।। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৩। তাল: দাদরা। পৃষ্ঠা: ৫৫]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪৪। পৃষ্ঠা: ১৪৭-১৪৮]
         
  • রেকর্ড:
    • টুইন [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) ]। শিল্পী: গীতা বসু। কিন্তু রেকর্ডটি বাতিল হয়।
    • টুইন [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫) ]। এফ.টি. ১২৫৭৬.। শিল্পী: রমলা মজুমদার। সুর: সুবল দাশগুপ্ত।
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • গ্রহস্বর: রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।