(হরি) নাচত নন্দদুলাল (hori nachto nondodulal)

নাটিকা : মীরাবাঈ
(হরি) নাচত নন্দদুলাল
শ্যামল সু্ন্দর মদন মনোহর
নওল কিশোর কানাইয়া গোপাল।
নাচত গিরিধারী ময়ূ

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর  (ভাদ্র-আশ্বিন ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি যোগেশ চৌধুরী 'মীরাবাঈ' নাটক প্রকাশ করে। গানটি এই নাটকের মীরা চরিত্রের গান হিসেবে প্রথম প্রচারিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৩০। নাটিকা : মীরাবাঈ। পৃষ্ঠা: ৬৪২]
     
  • বেতার: মীরা-গীত-উৎসব (গীতি-আলেখ্য) [বৃহস্পতিবার। ৬ আগষ্ট ১৯৩৬। ১২ শ্রাবণ ১৩৪৩)। সময়: ৬,৫০-৮.১৪] শিল্পী: রেবা সোম
  • সূত্র:
    • বেতার জগৎ। ৭ম বর্ষ ১৫শ সংখ্যা। পৃষ্ঠ: ৬৬৮
    • The Indian Listener. Vol I. No15. 22 July 1936. page 754
  • রেকর্ড:
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এন ৭১৪৭। শিল্পী কমল ঝরিয়া। চরিত্র মীরাবাঈ। সুর ধীরেন দাস।]
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এফটি ১৩৬৭০। এফটি ১৩৬৭০। শিল্পী: রেবা সোম]
  • রেকর্ড:
    • এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এন ৭১৪৭। শিল্পী কমল ঝরিয়া। চরিত্র মীরাবাঈ। সুর ধীরেন দাস।]
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এফটি ১৩৬৭০। এফটি ১৩৬৭০। শিল্পী: রেবা সোম]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: ভজন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।