হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি

হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি।
হরি নাম বসন, হরি নাম ভূষণ, আমি হরি-প্রেম-ভিখারি॥
পরিয়া শ্রীহরি-নামের মালা,
ভুলিব পিতার অনাদর জ্বালা
হরিনামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি॥
যাব বনে মার সনে
শ্রীহরিরে আঁখি-নীরে কব প্রাণে ব্যথা!
আমারে আর মোর জননীরে হেন,
দীনবন্ধু এত দুঃখ দাও কেন
করুণা-সিন্ধু তুমি দুঃখ হারী॥

  •  রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২৯।  চলচ্চিত্র : ‘ধ্রুব’ । পৃষ্ঠা: ৬৪১]
  • চলচ্চিত্র: ধ্রুব। ক্রাউন টকি হাউস।  ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। ধ্রুব-এর গান। শিল্পী মাস্টার প্রবোধ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।