চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে (chanpa ronger shari amar)
চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে॥
ছি ছি হরি, একি খেল লুকোচুরি
একেলা পথে পেয়ে কর খুন্সুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি ─ ছলকি গেল কলসি যে॥
ডাঁশা কদম্ব দিবে বলি হরি
ডাকিলে-তরুতলে কেন ছল করি',
কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি ─ মজাইলে, মজিলে নিজে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২] সুর-সাকী ৩৬। সারং মিশ্র-কার্ফা
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩৬। সারং মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৪৩-২৪৪]
- সুর-সাকী
- রেকর্ড: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। জেএনজি ৩। শিল্পী: প্রভাবতী দেবী
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ১৫ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়: