হরি মোরে হোরির রং দিও না

হরি মোরে হোরির রং দিও না, আপনি রঙ্গীলা আমি।
বঁধু তোমার প্রীতি অঙ্গে রং দিয়ে যায় দিবস যামী॥
তব গভীর প্রেমের আবির ফাগে হরি
অরুণ-রাঙা হল নীলাম্বরী
আজ রং বদলে গেছে রাধার প্রেম-যমুনার জলে নামি॥
রং যদি দাও ওগো শ্যামল, সেই রং দাও মোরে
যে রঙে রেঙে দেখ্‌লে আমায় এমন মধুর ক’রে
রং দেবে আর কোথায় বঁধু বল
তোমার রঙে আমার ভুবন নিত্য ঝলমল।
জনমে জনমে গায়ে রং দিতে গো রেখো পায়ে
হয়ো রাধার পরম স্বামী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৩১ গান। পৃষ্ঠা: ৬৪২।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।