হলুদ বাটিতে হলুদবরণ গৌর মনে পড়ে
হলুদ বাটিতে হলুদবরণ গৌর মনে পড়ে (লো)
আমি ঘোমটা দিয়ে কান্না লুকাই একা রান্নাঘরে॥
ভুলি’ ঘরকান্নার কাজ,
আমার রইল না লোকলাজ,
আমি ননদ নাড়া খেয়ে মরি জায়ে নালিশ করে (লো)॥
সোয়ামিতে সন্দেহ করে, দেওর-ভাসুর রাগে (গো)
যত নদীয়া-বাসিনী
সবাই আমার সতিনী
আমি যার কাছে যাই সেই পেতে চায় নদীয়া-নাগরে (গো)॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) মাসে, সেনোলা রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের ৪০ বৎসর ১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২২৮০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৮৩।
- রেকর্ড: সেনোলা [মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)। কিউ এস ৪৭০। শিল্পী: কমলা দেবী (হাজরা)। সুর: নজরুল ইসলাম]