হাওয়াতে নেচে' নেচে' যায় ঐ তটিনী
রাগ: খাম্বাজ, তাল: কাওয়ালি
হাওয়াতে নেচে' নেচে' যায় ঐ তটিনী।
পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী॥
তরঙ্গ আঁচল দুলায়ে
বনভূমির মন ভুলায়ে,
চলেছে চপল পায়ে একাকিনী উদাসিনী॥
এঁকে বেঁকে থম্কে গিয়ে,
হরিণীরে চম্কে দিয়ে।
ছুটিয়া যায় সুদূরে
আয় আয় বলি, ডাকে কে কুলের বধূরে,
নেচে চলে পথ বেভুল ঘর-ছাড়া বিবাগিনী ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৯১। রাগ : খাম্বাজ, তাল : কাওয়ালি। পৃষ্ঠা: ৫৩১]
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। এফটি ৩১৫৫। শিল্পী: মিস পদ্মরানী]
- পত্রিকা: ছায়াবীথি [পৌষ ১৩৪১ (ডিসেম্বর ১৯৩৪-জানুয়ারি ১৯৩৫)]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ২৫। পৃষ্ঠা: ১০৬-১০৮ [নমুনা]
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ২৫। পৃষ্ঠা: ১০৬-১০৮ [নমুনা]
- পর্যায়: