হায় আঙিনায় সখি আজো কি সেই চাঁপা ফোটে। (hay anginay sokhi aajo ki shei)

হায় আঙিনায় সখি আজো কি সেই চাঁপা ফোটে।
হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
         সখি তাহার হাতের হেনা গাছে
         বুঝি প্রথম মুকুল ধরিয়াছে।
হায় যমুনায়, বাঁশি বাজে কি আর ছায়ানটে॥
শিয়রে জান্‌লা খুলে দে বাহিরে চাহিয়া দেখি
আমার বাগানে আবার বসন্ত আসিয়াছে কি?
দেখি সে ডালিম ফুলে হায় আছে কি সে রঙ আগেকার।
ও-বাড়ির ছাদের টবে সই বেলফুল ফুটলো কি আবার?
         আজি আসিবে সে মনে লাগে
         তারি আসার আভাস মনে জাগে
হায় বুঝি তাই, মোর মরণ মধুর হয়ে ওঠে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪২) এইচএম রেকর্ড কোম্পানি'র সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড সূত্র:
    • এইচএমভি'র সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)
    • এইচএমভি [মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২)। এন ৭৩৯৩। শিল্পী: আঙুরবালা][শ্রবন নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড।  প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২৫ সংখ্যক গান]  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: মার্চের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।