চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে (cheyo na shunoyona ar cheyo na e noyon pane)

চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে॥
একে ঐ চাউনি বাঁকা সুর্মা আঁকা তা'য় ডাগর আঁখি রে
বধিতে তা'য় কেন সাধ? যে মরেছে ঐ নয়ন বাণে।
                                  মরেছে ঐ আঁখির বাণে॥
চকোর কি প'ড়ল ধরা পীযূষ ভরা ঐ মুখ-চাঁদে (রে),
কাঁদিছে নার্গিসের ফুল লাল কপোলের কমল-বাগানে।
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি (রে),
নিশিদিন তাই কি জ্বলি' পড়ছ গলি' অঝোর নয়ানে।
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি (রে)।
বিকিয়ে যায় রে মালা এই নিরালা আঁখির দোকানে॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। গানটি সওগাত পত্রিকার 'অগ্রহায়ণ ১৩৩৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়। ধারণা করা হয়, গানটি তিনি ১৩৩৪ বঙ্গাব্দের আশ্বিন মাসে রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ৪ মাস।
     
  • পত্রিকা:
    • সওগাত। 'অগ্রহায়ণ ১৩৩৪' (নভেম্বর-ডিসেম্বর ১৯২৭)।
    • সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। কার্তিক ১৩৩৮। অক্টোবর-নভেম্বর ১৯৩১। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: শ্রীক্ষীরোদচন্দ্র রায় বি-এল্ [নমুনা]
  • গ্রন্থ:
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [নভেম্বর ১৯২৮। কার্তিক ১৩৩৫] গান ১২। বাগেশ্রী-পিলু-কাহারবা
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ১২। বাগেশ্রী-পিলু-কাহারবা। পৃষ্ঠা: ১৬১]
  • রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর ১৯২৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৬)। রেকর্ড নম্বর পি ১১৬৬১। শিল্পী
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।