(হায় গো) ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল (bhalobeshe oboshesh e kede din gelo)
(হায় গো) ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল।
ফুল-শয্যা বাসি হল, বঁধু না এলো॥
শুকাইল পানের খিলি বাঁটাতে ভরা,
এ পান আমি কারে দিব সে বঁধু ছাড়া।
(হায় গো) নীলাম্বরী শাড়ি ছি ছি পরলেম মিছে লো॥
এবার ধ’রে দিস্ যদি তায়
রাখ্ব বেঁধে বিনোদ খোঁপায়,
কাঙালে পাইলে রতন রাখে যেমন লো॥
সোঁদা-মাখা নিস্নে কেশে, গন্ধে যে লো তার
মনে আনে চন্দন-গন্ধ সোনার বঁধুয়ার।
এত দুঃখ ছিল আমার এই বয়সে লো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৩৯) মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বাউল -কার্ফা]
- নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ৫৬। বাউল -কার্ফা। পৃষ্ঠা ৩১৩-৩১৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৬৭। তাল: দাদরা। পৃষ্ঠা: ৬৭৯-৬৮০]
- গীতি-শতদল
- রেকর্ড: মেগাফোন [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ (১৩৩৯)। জেএনজি ৩৮ শিল্পী: শ্রীমতি বীণাপাণি] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৫৬-৫৮। [নমুনা]
- আহসান মুর্শেদ। [নজরুল সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৫৬-৫৮। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: বাউল
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা