হিল্‌মিল্‌ হিমেল হাওয়ায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ (hilmil himel haoay)

হিল্‌মিল্‌ হিমেল হাওয়ায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ দোলে ভারত সাগর তরঙ্গ!
নিম্নে নিথর পাতা-পুরে কে বন্দী ঝুরে পীড়ন জর্জর অঙ্গ॥
রক্তে ঝরে কার অসহায় চক্ষে
পাষাণদীপ জাগে সাগর বক্ষে
নবোদিত অরুণের শতশত কিরণের অঙ্গে দংশে হায় কাল-ভুজঙ্গ।
পরিয়া রুদ্রসাজ মহেশ নটরাজ এসো এসো শোনাও অভয় মৃদঙ্গ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১‌৩৪৭), কলকাতার মিনার্ভা থিয়েটারে দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়' নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
     
  • মঞ্চ: অর্জুন-বিজয় (নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ- মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। চরিত্র: জলবালাগণ। সুর: নজরুল ইসলাম]
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২১৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪৩।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।