হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর
হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর।
বন্দী থাকো এই হৃদয়ে এবার জীবন ভোর॥
মনের দুয়ার ভেঙে এবার
পালিয়ে যেতে পাবে না আর,
প্রহরী যে পলক-হারা নয়ন দু’টি মোর॥
হে চোরের রাজা! করলে চুরি ত্রিভুবনের মন,
এনেছি তাই তোমার সাজার বিপুল আয়োজন।
আকুল কুন্তল দিয়ে
রইনু তোমার পা জড়িয়ে,
তোমায় নিঠুর হাতে শিক্লি দিলাম আমার গলার ফুল-ডোর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এর মাদার কাস্ট নম্বর ছিল ওএমসি ৩৮৮৭। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৮০০। পৃষ্ঠা ৫৩৪]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)। শিল্পী মিস রাধারাণী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]
- পত্রিকা: কাফেলা [শ্রাবণ ১৩৯২ (জুলাই-আগষ্ট ১৯৪৫)]