হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয়ে কখন উদয় হবে
হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয়ে কখন উদয় হবে?
তুমি চিরদিন কৃষ্ণা তিথির আঁধারে কি ঢাকা রবে?
বিফল পূজার কুসুমের প্রায়
হের দেহলতা ম্লান হল হায়,
পথ চেয়ে আর থাকিতে পারি না হে নাথ আসিবে কবে॥
-
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
[ নজরুলের ৩৯ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৪১। পৃষ্ঠা: ৬৪৫]
- রেকর্ড:
- এইচএমভি [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'। নম্বর: এন ১৭২৩৯। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
- গ্রন্থ:
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।