হে তরুণ, কেন এই অকরুণ খেলা

হে তরুণ, কেন এই অকরুণ খেলা।
মদালস রসঘন এলো নব যৌবন
প্রথম প্রেমের কুঁড়ি ফুটিবার বেলা॥
কেন এই কঠিন তপস্যা মগ্ন,
হের বয়ে যায় শুভদৃষ্টির লগ্ন;
এই বসন্তসেনা ফিরে আর আসিবে না
(ওগো) নবীন যোগী, তারে করিও না হেলা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ  (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৪৬। পৃষ্ঠা: ৪৬৪। ]
  • মঞ্চ
    • অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মিনার্ভা থিয়েটার, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। চরিত্র: দেবমোহিনীগণের গান। শিল্পী: গৌরী, প্রভা, দেবলা, শিবানী, সুশীলা প্রমুখ]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।