হে দুখ-হরণ ভক্তের শরণ

হে দুখ-হরণ ভক্তের শরণ,
অনাথ-তারণ হে বিধাতা!
তুমি ধ্রুবজ্যোতি, চাহ যা’র পানে
নিমেষে সে ছুটে যায় তব সন্ধানে।
বৃথা তাঁরে সংসার পিছু ডাকে বার বার,
হে মুক্তি দাতা হে বন্ধ-ত্রাতা॥

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২৯।  চলচ্চিত্র: ‘ধ্রুব’। রাগ: লচ্ছাশাখ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৬৪৩]
  • চলচ্চিত্র: ধ্রুব। ক্রাউন টকি হাউস।  ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)।  মুনি-পত্নীর গান। শিল্পী: পারুল বালা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।