হে নিঠুর! তোমাতে নাই আশার আলো

হে নিঠুর! তোমাতে নাই আশার আলো।
তাই কি তোমার রূপ কৃষ্ণ কালো॥
তুমি ত্রিভঙ্গ তাই তব সকলি বাঁকা
চোখে তব কাজলের ছলনা মাখা।
নিষাদের হাতে বাঁশি সেজেছে ভালো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)  মাসে, নজরুল ইসলাম গ্রামোফোন রেকর্ডের জন্য রচনা করেছিলেন 'বিদ্যাপতি' নামক পালা-নাটিকা। এই সময় নজরুলে বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৫৬। নাটক: 'বিদ্যাপতি'। পৃষ্ঠা: ২৯৩]
    • বিদ্যাপতি। রেকর্ড-নাটক। দ্বাদশ খণ্ড।  [নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩৫১]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা:  ৮২-৮৩] [নমুনা]
  • রেকর্ড: বিদ্যাপতি (রেকর্ড নাটিকা)। এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬  (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)]। এন ৯৭৭১। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী: কৃষ্ণচন্দ্র দে] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব, কৃষ্ণ-বন্দনা]
    • সুরাঙ্গ: কীর্তনাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।