হে পরমাশক্তি পরা প্রেমময়ী
হে পরমাশক্তি পরা প্রেমময়ী তোমারি মধুর প্রেমে।
(আমি) চির-রূপহীন রূপ ধরে আসি সৃষ্টির বুকে নেমে (গো)॥
প্রিয়া, সেই ত’ বৃন্দাবন,
(নিতি) সৃষ্টি স্থিতি সংহার লীলা করি যথা অনুখন।
ঘোর কালো রূপ আলোময় হয়ে ওঠে যেই গো
সে যে তোমারি রূপ প্রিয়া, মোর রূপ নেই গো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪) । গান সংখ্য ২১৫০। পৃষ্ঠা: ৬৪৭।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ধর্মসঙ্গীত, সনাতন, বৈষ্ণবসঙ্গীত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান