ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায় (chharite poran nahi chay tobu jete hobe hay)

        ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
        মলয়া মিনতি করে তবু কুসুম শুকায়॥
                রবে না এ মধুরাতি
                জানি তবু মালা গাঁথি
মালা  চলিতে দলিয়া যাবে তবু চরণে জড়ায়॥
                যে কাঁটার জ্বালা সয়ে
                উঠে ব্যথা ফুল হয়ে
        আমি কাঁদিব সে-কাঁটা লয়ে নিশীথ বেলায়॥
                নীরবে রবে যবে পরবাসে
                আমি দূর নীল আকাশে
        জাগিব তোমারি আশে নূতন তারায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৩। খাম্বাজ-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩। খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ১‌৯৪]
    • নজরুল-গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী । জয়জয়ন্তী-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা ৫১]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।]  নজরুল গীতিকা। ঠুংরী। ৩৯। জয়জয়ন্তী-খাম্বাজ-দাদরা।  পৃষ্ঠা: ১৯৯]
  • রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর ১৯২৯ (অগ্রহায়ণ- পৌষ ১৩৩৬)। রেকর্ড নম্বর পি ১১৬৭৩। শিল্পী প্রতিভা সোম (প্রতিভা বসু)। ট্রেনার: কাজী নজরুল ইসলাম। রাগ: খাম্বাজ। [শ্রব নমুনা]
     
  •  স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।