হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ (he parthosarothi! bajao bajao)

    রাগ: শিবরঞ্জনী, তাল: কাহার্‌বা

হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ
চিত্তের অবসাদ দূর কর কর দূর
ভয়-ভীত জনে কর হে নিঃশঙ্ক॥
ধনুকে টঙ্কার হানো হানো,
গীতার মন্ত্রে জীবন দানো;
ভোলাও ভোলাও মৃত্যু-আতঙ্ক॥
মৃত্যু জীবনের শেষ নহে নহে 

শোনাও শোনাও  অনন্ত কাল ধরি'
অনন্ত জীবন প্রবাহ বহে।
দুর্মদ দুরন্ত যৌবন-চঞ্চল
ছাড়িয়া আসুক মা'র স্নেহ-অঞ্চল;
বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ-অঙ্ক॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪১) মাসে, এইচএমভি এই গানের একটি রেকর্র্ড প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • শেষ সওগাত
      • প্রথম সংস্করণ [২৫শে বৈশাখ ১৩৬৫ (বৃহস্পতিবার, ৪ মে ১৯৫৮)। শিরোনাম: পার্থ-সারথি]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। শেষ সওগাত শিরোনাম: পার্থ-সারথি। পৃষ্ঠা ১২৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্যা ৬৫০। পৃষ্ঠা: ১৯৭।
  • পত্রিকা: নবারুণ [১৩৪৩। জগৎঘটক-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৪  (আশ্বিন-কার্তিক ১৩৪১)]। এন ৭২৯৫। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।