হে পাষাণ দেবতা! মন্দির দুয়ার খোল


হে পাষাণ দেবতা!
মন্দির দুয়ার খোল কও কথা॥
দুয়ারে দাঁড়ায়ে শ্রান্তি-হীন দীর্ঘ দিন,
অঞ্চলের পূষ্পাঞ্জলি শুকায়ে যায় উষ্ণ বায়;
আঁখি দীপ নিভিছে হায়, কাঁপিছে তনুলতা॥
শুভ্রবাসে পূজারিণী, দিন শেষে 

গোধূলির গেরুয়া রঙ হের প্রিয় লাগে এসে;
খোল দ্বার শরণ দাও, সহে না আর নীরবতা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি।  ১৯৪০ খ্রিষ্টাব্দের মে  (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) মাসে , এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড  করেছিল।  গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের  ৪০ বৎসর ১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
     
  • গ্রন্থ:
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৫০। পৃষ্ঠা: ১৫০-১৫১]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৬৪৯ সংখ্যক গান। তাল: দাদরা। পৃষ্ঠা: ১৯৭।
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭)]। এন ১৭৪৬৪। শিল্পী: শীলা সরকার ][শ্রবণ নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধ্র্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, সাধারণ]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।