হে প্রবল দর্পহারী কৃষ্ণ-মুরারি

হে প্রবল দর্পহারী কৃষ্ণ-মুরারি।
শরণাগত আর্ত-পরিত্রাণ-পরায়ণ –
যুগ যুগ সম্ভব নারায়ণ দানবারি॥
ভূ-ভার হরণে এসো জনার্দন হৃষিকেশ,
কল্কীরূপে অধর্ম নিধনে এসো দনুজারি –
কংসারি গিরিধারী ডাকে ভয়ার্ত নরনারী॥

দুর্বল দীনের বন্ধু, জন-গণ ত্রাতা
নিঃস্বের সহায় পরমেশ বিশ্ব-বিধাতা,
তিমির-বিদারি এসো মহা-ভারত-বিহারী॥
এসো উৎপীড়িতের নীরব রোদনে এসো
এসো বীরের আত্মদানে প্রাণ-উদ্বোধনে এসো,
দেশ-দ্রৌপদীর লজ্জাহারী, দৈত্য-গর্ব-খর্ব-কারী –
শঙ্খ-চক্র-গদা-পদ্মা-ধারী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪) নামক গ্রন্থের ১৭৯৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩৩-৫৩৪।
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা:  ৭৩-৭৭]  [নমুনা]
       
  • রেকর্ড:
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ১৭২৮৮। শিল্পী: ললিতমোহন মুখোপাধ্যায়। রাগেশ্রী-সুরফাঁক্তাল]
    •  এইচএমভি [আগষ্ট ১৯৫০ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৭)। এন ৩১২৪২। শিল্পী: সত্য চৌধুরী। সুর: নজরুল ইসলাম। বৃন্দাবনী সারং-একতাল]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী: ললিতমোহন মুখোপাধ্যায়ে] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি আটচল্লিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব, কৃষ্ণ-বন্দনা ও প্রার্থনা]
    • সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।