হে বীর জোয়ান, হে বীর জোয়ান, যাও যাও ছুটে যাও।

হে বীর জোয়ান, হে বীর জোয়ান, যাও যাও ছুটে যাও।
বাংলা মায়ের বুকে হতে ঐ নীল বাঁদরদের তাড়াও॥
        ওরা শিশু মারে যুবতীকে ধরে,
        দুঃখ এনেছে বাঙালির ঘরে
হয়দরী হাঁকে, হাতে লাঠি ধরে, বাঙালির জয় গাও॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। নীলকুঠি। ষষ্ঠ দৃশ্যান্তর। প্রথম গান। ফকিরের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩০৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮২৬]
  • বিষয়াঙ্গ: 'নীলকুঠি' পালার পঞ্চম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।