হে ব্রজকুমার শোনো শোনো মোর নিবেদন

 হে ব্রজকুমার শোনো শোনো মোর নিবেদন।
অনুরাগ-আবির দিয়ে রাঙাব চরণ॥
শ্রীচরণ জড়ায়ে কাঁদিব নূপুর হয়ে
যে পথে যাইবে গোঠে, কাঁদিব সে পথে র’য়ে
চরণ-পরশে তব, হব হে মাধব, হরি-চন্দন!
    হব হরি-চন্দন॥
    হে বনের কিশোর!
যে বনে চরাও ধেনু সে বন-লতায়
ফুল হয়ে প্রেম মোর ঝরিবে ও-পায়।
নাচিব ময়ূর হয়ে হে ঘনশ্যাম,
শুকপাখি হয়ে সদা গাহিব ও নাম;
পূজার ফুল হয়ে তব মুখপানে চেয়ে লভিব চরণ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।১৯৪১ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৫২।  পৃষ্ঠা: ৬৪৮।
  • রেকর্ড: মেগাফোন  [ এপ্রিল ১৯৪১  (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) ।  জেএনজি ৫৫৪৫। শিল্পী: কুমারী কুসুম।  [সূত্র: রেকর্ড বুলেটিন, এপ্রিল ১৯৪১]
    এর জুড়ি গান ছিল-
    তোমা বিনা মাধব রহিতে পারি না 
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
    • সুরাঙ্গ: ভজন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।