হে মরণ-লক্ষ্মী! খোলো অবগুণ্ঠন খোলো

হে মরণ-লক্ষ্মী! খোলো অবগুণ্ঠন খোলো!
হে তিমির কুন্তলে! তোমার দিগঞ্চলে
শ্রান্ত এ জীবনের ঝরাফুল তোলে॥
তুমি জান, সব কাজ ত্যাজিয়া আমি
তব নাম জপিয়াছি দিবস যামী
কেন এত কাঁদাইলে কেন এত দুখ দিলে
শেষ ক্ষণে দেখা দিয়ে কানে কানে বলো॥
শৈশব হতে আমি ছুটেছি তোমার পিছু
রহস্যময়ী হে তমসা-কৃষ্ণা!
জীবনে দেখেনি তবু শ্যাম মেঘ লাগিয়া
যেমন জাগিয়া রহে মরু-তৃষ্ণা।
এই মায়া-আলোকের আড়ালে কি গো
নিজেরে লুকায়ে রাখ তুমি মায়া-মৃগ?
জীবন-প্রদীপ তাই নিতাইয়া সেথা যাই
যে নিশীথ-সমাধিতে তুমি একা দোলো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৫৪। পৃষ্ঠা: ৬৪৮]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।