হে মহাশক্তি, তোমারে ফিরায়ে মায়ার শ্মশান হতে

হে মহাশক্তি, তোমারে ফিরায়ে মায়ার শ্মশান হতে
তোমার নিত্য রাধা রূপে আমি প্রেমের ব্রজের পথে গো।
(তুমি) না ফিরিলে শ্রীমতী, পরম শূন্যে
অভিমানে লয় হয়ে যাই।
(তুমি) ফিরে এসে কাঁদ যবে বিরহ যমুনায়,
অসীম শূন্যে খোঁজ গো আমায়
সৃষ্টিতে হয় প্রেমবৃষ্টি তখনই গো যবে তব শ্রীচরণ, বক্ষে জড়াই॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৫৩। পৃষ্ঠা: ৬৪৮ ]
  • বিষয়াঙ্গ: ভক্তি [ধর্মসঙ্গীত, সনাতন, বৈষ্ণবসঙ্গীত]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।