জনম জনম গেল আশা–পথ চাহি’ (jonom jonom gelo asha-poth chahi)

 রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা
জনম জনম গেল আশা-পথ চাহি'।
মরু-মুসাফির চলি, পার নাহি নাহি॥
বরষ পরে বরষ আসে যায় ফিরে,
পিপাসা মিটায়ে চলি নয়নের নীরে।
জ্বালিয়া আলেয়া-শিখা, নিরাশার মরীচিকা
ডাকে মরু–কাননিকা শত গীত গাহি'॥ 
এ মরু ছিল গো কবে সাগরের বারি
স্বপন হেরি গো তারি আজো মরুচারী।
সেই সে সাগর-তলে, যে তরী ডুবিল জলে
সে তরী-সাথীরে খুঁজি মরু–পথ বাহি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  গানটি সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৬‌' (অক্টোবর-নভেম্বর ১৯২৯) সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ
    • চোখের চাতক ।
      • প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৩০। বাগেশ্রী-কাওয়ালি]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩০। বাগেশ্রী-কাওয়ালি। পৃষ্ঠা: ২১৫]
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। বাগেশ্রী-কাওয়ালি। পৃষ্ঠা ১৪২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। খেয়াল । ১১৬। বাগেশ্রী-কাওয়ালি। পৃষ্ঠা: ২৫২-২৫৩]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।