হের গোধূলি-বেলা সই ঘনিয়ে এলো ওই
হের গোধূলি-বেলা সই ঘনিয়ে এলো ওই
(ঐ হের গোধূলি) কি ভয়ে কি জানি উঠ্ল অঙ্গ ছ’ম্কে।
কেন জল নিতে এলাম এই অবেলা
একে অল্প বয়স তাহে একেলা,
কাঁধে কাঁখে ঘড়া দেহে ডালি-ভরা
যৌবন-পসরা উঠি চ’ম্কে॥
পিছে পিছে আসিছে যেন কে হাসে চটুল চোখে।
আর চল্তে নারি সখি ধর ধর
কাঁপে দেহলতা কেন থর থর,
ঐ কলঙ্কী কালারে বল্ যে বল্
দেশ ভরিবে মোদের কলঙ্কে।
বল্ তারে, জল নিতে কাল হ’তে –
আস্ব না আর এ পথে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮০৫। পৃষ্ঠা: ৫৩৫-৫৩৬।
- সন্ধ্যামালতী। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। গান ৯৪। পৃষ্ঠা: ১৭৪]