হেলে দুলে বাঁকা কানাইয়া গোকুলে চলে

হেলে দুলে বাঁকা কানাইয়া গোকুলে চলে।
বংশী বাজায়ে সে গোকুলে চলে॥
গোপনারী ভুলি’ স্বজন যৌবন মন পায়ে তা’র লুটায়,
দলে দলে গোপ-রাখাল ব্রজ-দুলাল নাচে তমাল-ছায়।
পুষ্প-মালঞ্চে বনান্তে আনন্দে গোপাল চলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  এইচএমভি কোম্পানি থেকে ১৯৩৩ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০) মাসে এই গানটি রেকর্ড করা হয়েছিল। পরে তা বাতিল হয়ে যায়। এটি ছিল ৩৩ বৎসর ছিল ১১ মাস অতিক্রান্ত বয়সের গান।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ভৈরবী-দাদরা]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৭১। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ৩২৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৫৯। পৃষ্ঠা: ৬৫০]
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)। শিল্পী হরিমতী। রেকর্ডটি পরে বাতিল হয়েছিল]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।