হোরির মাতন লাগলো আজি লাগলো রে (horir maton laglo aji)
হোরির মাতন লাগলো আজি লাগলো রে
বন উপবন নিখিল ভুবন আবির রঙে রাঙল রে॥
বনের-আনন্দ ফোটে রাঙা হয়ে
রাঙা কুসুমে রাঙা কিশলয়ে
মনের খুশি রাঙা রূপ লয়ে, কুমকুম ফাগে জাগল রে॥
জাগিয়া ওঠে তৃষ্ণা ঘুমন্ত
অনন্ত আশা সাধ অনন্ত
আসিয়া পাগল বনের বসন্ত মনের আগল ভাঙল রে॥
মনে পড়ে দ্বাকার শ্রীকৃষ্ণ লীলা
প্রেমের রঙে হল গোকুল রঙীলা
সেই প্রেম ফাগে আজো হৃদি রাঙে মন ব্রজ তাহারি শ্রীপদরজ মাগ্ল রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের (মাঘ-ফাল্গুন ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৮ মাস।
- বেতার: আবীর কুমকুম (গীতি-আলেখ্য)। দোল-পূর্ণিমা উপলক্ষে প্রচারিত গীতি-আলেখ্য। কলকাতা খ। তৃতীয় অধিবেশন। ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। রাত ৮.০০-৮.৩৯।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ৫ম সংখ্যা। ১৭ মার্চ ১৯৪১। পৃষ্ঠা: ২৭৪
- Indian-listener 1941-Vol-VI-5. page 75
- সূত্র:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ধর্মসঙ্গীত, সনাতন, বৈষ্ণবসঙ্গীত, হোরি/হোলি]
- সুরাঙ্গ: হোরি/হোলি