ঐ কালো অঙ্গ রাঙা হবে (oi kalo ongo ranga hobe)

ঐ কালো অঙ্গ রাঙা হবে
মোদের রঙের পিচকারিতে।
এসো ও শ্যাম নাইবে যদি
গুলাল-ফাগের রং-ঝারিতে॥
  আজ ফাগুনের আগুন সাথে
প্রেম-আগুনে পরান মাতে,
তোমার সেই প্রেমেরই রাঙা রঙে
এসেছি শ্যাম রাঙিয়ে দিতে॥

  • ভাবসন্ধান: এটি মূলত দোলোৎসবের গান। আসন্ন দোল-ফাগুনে ব্রজাবাসীরা কৃষ্ণের কালো অঙ্গকে- প্রেমের  রঙের পিচকারিতে স্নান করিয়ে রঙিন করে তুলবেন, এমন প্রত্যাশা নিয়ে তাঁরা কৃষ্ণকে আহ্বান করেছেন। কারণ, ফাগুন শুধু প্রকৃতির নয়, প্রেমেরও ঋতু।  তাঁরা ফাল্গুনের রাগ-তপ্ত যৌবন-বসন্তের সাথে কৃষ্ণের-প্রেমের অনুরাগের উষ্ণ অনুভব মিশিয়ে এই উৎসবে মেতে উঠতে চান। প্রেমের রাঙা রঙে শ্যাম রাঙিয়ে দিতে শ্যামের সাথে তাঁরাও মেতে উঠতে চান এই দোলোৎসবে।
     
  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু যায় নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের  ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২), জগৎঘটকের রচিত জীবনস্রোত গীতি-আলেখ্য, কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৯৯৪ সংখ্যক গান।
  • বেতার: জীবনস্রোত [গীতি-আলেখ্য।  রচনা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ১৯৩৬। ১৪ ফাল্গুন ১৩৪২। সান্ধ্য অনুষ্ঠান: ৮.৩০-৯.১৪ মিনিট
      [সূত্র:
    • বেতার জগৎ। সপ্তম বর্ষ, ৪র্থ সংখ্যা। ১৬ ফেব্রুয়ারি. ১৯৩৬ [পৃষ্ঠা ১৭২]
    • The Inidian Listener পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যা। পৃষ্ঠা ২৩২]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। কৃষ্ণ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।