ঐ সর্ষে ফুলে লুটালো কার হলুদ-রাঙা উত্তরী (oi sorshe fule lutalo kar)

ঐ      সর্ষে ফুলে লুটালো কার হলুদ-রাঙা উত্তরী।
        উত্তরী-বায় গো -
ঐ      আকাশ-গাঙে পাল তুলে যায় নীল সে পরীর দূর-তরী॥
তা'র   অবুঝ বীণার সবুজ সুরে
         মাঠের নাটে পুলক পুরে,
ঐ       গহন বনের পথটি ঘু'রে - আসছে দূরে কচিপাতা দূত্ ওরি॥
         মাঠ-ঘাট তার উদাস চাওয়ায় হুতাশ কাঁদে গগন মগন
         বেণুর বনে কাঁপ্‌চে গো তার দীঘল শ্বাসের রেশটি সঘন॥
তার    বেতস-লতায় লুটায় তনু
         দিগ্বিলয়ে ভুরুর ধনু,
সে      পাকা ধানের হীরক-রেণু
         নীল নলিনীর নীলিম-অণু -মেখেছে মুখ-বুক্-ভরি॥

  • রচনাকাল: ছায়ানট কাব্যগ্রন্থে গানটির রচনার তারিখ উল্লেখ আছে 'ট্রেনে কুমিল্লার পথে/চৈত্র ১৩২৭'। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ১০ মাস।

    উল্লেখ্য, নানা কারণে নজরুল মানসিক অস্থিরতার ভিতরে ছিলেন। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য, আলী আকবর খান তাঁকে তাঁর দেশের বাড়ি কুমিল্লায় যাওয়ার প্রস্তাব দেন। এক্ষেত্রে আফজাল-উল হকও নজরুলকে উৎসাহিত করেছিলেন। শেষ পর্যন্ত নজরুল আলী আকবরের প্রস্তাব গ্রহণ করেন। ১৩২৭ বঙ্গাব্দের চৈত্র মাসের শেষে (এপ্রিল ১৯২১ খ্রিষ্টাব্দ) নজরুল আলী আকবরের সাথে  চট্টগ্রাম মেল-ট্রেনে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। রেলপথে যাওয়ার সময় তিনি এই গানটি রচনা করেন।
     
  • গ্রন্থ: ছায়ানট প্রথম সংস্করণে [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২। অন্তর্ভুক্ত হয়েছিল। শিরোনাম ছিল-নীল-পরী। পৃষ্ঠা ৪৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।