ওগো প্রিয়, তব গান! আকাশ-গাঙের জোয়ারে (ogo priyo, tobo gaan! akash-ganger joyare)

ওগো প্রিয়, তব গান! আকাশ-গাঙের জোয়ারে
                                        উজান বহিয়া যায়
          মোর কথাগুলি কাঁদিছে বুকের দুয়ারে
                                        পথ খুঁজে নাহি পায়॥
ওগো দখিনা বাতাস, ফুলের সুরভি বহ
           ওরি সাথে মোর না-বলা বাণী লহ
ওগো  মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহ
           বন্দিনী গিরি ঝরনা পাষাণ-তলে
                                        যে কথা কহিতে চায়॥
           ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি তোদের ভাটির স্রোতে
           নিয়ে যা আমার না-বলা কথাগুলি ধুয়ে মোর বুক হ'তে
ওরে' 'চোখ গেল' 'বউ কথা কও' পাখি
           তোদের কণ্ঠে মোর সুর, যাই রাখি' কি?
(ওরে) মাঠে মুরলী কহিও তাহারে ডাকি,
আমার গানের কলি না-ফোটা বুলি ঝ'রে গেল নিরাশায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মে মাসে  (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) পাইওনিয়ার রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৯৬। পৃষ্ঠা ৩০]
     
  • রেকর্ড: পাইওনিয়ার [মে ১৯৪১ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮)। এনকিউ ১৮১। শিল্পী: শৈল দেবী। সুর: নজরুল ইসলাম]  [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।