দিল দোলা ওগো দিল দোলা (dilo dola ogo dilo dola)

          দিল দোলা ওগো দিল দোলা
কোন্    দখিন হাওয়া গজল-গাওয়া কুসুম-ছাওয়া বনে।
ওঠে     চমকি' চমকি' পরান ক্ষণে ক্ষণে॥
          ফুল-বঁধুদের মধু যেচে' বেড়ায় হিয়া নেচে' নেচে'
          দেখেছিলাম স্বপনে যায় পেয়েছি তায় আজকে জাগরণে॥
          কুল ছাপিয়ে মন-তটীনী নটীনীর বেশে, দুলে' দুলে' যায় ভেসে'।
          বসন-ভুষণ আজি শাসন নাহি মানে খুশির তুফানে।
          আপনাকে কা'র পায়ে, দিতে চাহি বিলায়ে
চাই     কুঞ্জপথে ঝ'রে যেতে ঝরা ফুলের সনে॥

  • ভাবার্থ: এটি ঋতু পর্যায়ের বসন্তের গান। এই গানে রয়েছে প্রকৃতির বসন্ত এবং কবির যৌবন-বসন্তের সম্ভোগ বাসনা।

    বসন্তের দখিনা হাওয়ায় প্রকৃতির কুসুম-ছাওয়া বনে যে আনন্দ-দোলা বয়ে যায়, সে দোলা যেন গজলে ছন্দে কবির মনকে দুলিয়ে দিয়ে যায়। সে দোলায় অভিঘাতে কবি ও প্রকৃতির প্রাণ চমক জাগায় ক্ষণে ক্ষণে। চমকে ওঠা উভয়েরই কাছে শিহরণ।

    কবি তাঁর স্বপনে দেখা মানস নায়িকার দর্শন লাভ করেন বসন্তের ফুলবঁধুদের প্রণয় নিবেদনের মধ্যেতাই তার মন যেন ফুলরূপী মানস-নায়িকার কাছে প্রণয় প্রার্থনা করে ভ্রমরের মতো নেচে নেচে। বসন্তের প্রণয়তরঙ্গ কবির মননদীকে প্লাবিত করে। তাকে দোলায়িত করে বসন্তের অশান্ত দখিনা হওয়া। তারই তরঙ্গ প্রবাহে কবির মন নটিনীর প্রণয়ছন্দে ভেসে যায়। অশান্ত উচ্ছ্বাসে দেহ মনের আবরণ এবং আভরণের বন্ধন যেন শিথিল হয়ে যায়। এমন অশান্ত রভস-রঙিন বসন্তে শৃঙ্গার রসে নিজেকে কারো কাছে সমর্পণের ইচ্ছা জেগে ওঠে। সম্ভোগ-শেষে বসন্তের ঝরা ফুলের মতো যৌবনের কুঞ্জপথে ঝরে-পড়াতেও কবির আক্ষেপ নেই, যেন রয়েছে দেহমনের প্রাপ্তির প্রশান্তি।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৭৮। জংলা-কার্ফা। পৃষ্ঠা: ২৭১]
  • রেকর্ড: টুইন সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এফটি ২২১৫। শিল্পী: মিস হরি বাইজী।  [শ্রবণ নমুনা] 
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। নবম গান। পৃষ্ঠা: ৫৮-৬০]  [নমুনা]
     
  •  পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।