নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম, প্রিয়! (nodir srote malar kushum vashiye dilam, priyo!)

            তাল: দাদ্‌রা।
নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম, প্রিয়!
আমায় তুমি নিলে না, মোর ফুলের পূজা নিও॥
পথ-চাওয়া মোর দিনগুলিরে
রেখে গেলাম নদীর তীরে
আবার যদি আস ফিরে ─ তুলে গলায় দিও॥
নিভে এলো পরান-প্রদীপ পাষাণ-বেদীর তলে,
জ্বালিয়ে তা'রে রাখব কত শুধু চোখের জলে।
তারা হয়ে দুর আকাশে
         রইব জেগে' তোমার আশে,
চাঁদের পানে চেয়ে চেয়ে' আমারে স্মরিও॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকার 'আশ্বিন ১৩৪৪ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৭)' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।  [আশ্বিন ১৩৪৪ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৭) স্বরলিপি: নলিনী লাহিড়ী। রাগ: মিশ্র পাহাড়ী খাম্বাজ। তাল: দাদ্‌রা। সুর নজরুল ইসলাম। [নমুনা]
     
  • রেকর্ড:
    • এইচএমভি [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)।  শিল্পী: তপতী সিংহ। সুর: নিতাই ঘটক। রাগ-ইমন খাম্বাজ মিশ্র। পরবর্তীতে রেকর্ডটি বাতিল হয়।
    • কলাম্বিয়া  [নভেম্বর ১৯৫৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৬০)।  জি.ই. ২৬৩০। শিল্পী: রেণুকা রায় চৌধুরী (পিকলু)। সুর: গোপেন মল্লিক] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: 
  • সুরকার: কাজী নজরুল ইসলাম। [সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।  [আশ্বিন ১৩৪৪ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৭)]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: ইমন খাম্বাজ
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।