প্রিয়তম, এত প্রেম দিও না গো সহিতে পারি না আর (priyotomo eto prem dio na go)
প্রিয়তম, এত প্রেম দিও না গো সহিতে পারি না আর
তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার॥
তোমার প্রেমের বন্যায় বঁধু, হায়!
দুই কূল মোর ভাঙিয়া ভাসিয়া যায়;
আমি নিজেরে হারাতে চাহিনি, বন্ধু; দিতে চেয়েছিনু হার॥
তুমি চাহ বুঝি তুমি ছাড়া আর রহিবে না মোর কেউ,
তাই কি পরানে তুফান তোলো গো এত রোদনের ঢেউ।
দেহ ও মনের সীমা ছাড়াইয়া মোরে
কোথায় নিয়ে যেতে চাও মোর হাত ধরে
বলো কোন্ মধু বনে শেষ হবে বঁধু আমাদের অভিসার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৮) হিন্দুস্তান রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৬ মাস।
- রেকর্ড:
- হিন্দুস্তান। মাদার কাস্টিং। [৪ ডিসেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৮)। মাদার কাস্ট নং - এইচ.এস.বি. ৩১৮১।
- প্রকাশিত রেকর্ড। ডিসেম্বর ১৯৪৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৫০)। এইচ ১১২৪। শিল্পী: কুমারী তৃপ্তি সিংহ। সুরকার: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১৬ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা