দূর দ্বীপ-বাসিনী, চিনি তোমারে চিনি (dur dweepo-bashini, chini tomare chini)

কিউবান সুর, তাল : কাহারবা
দূর দ্বীপ-বাসিনী, চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দভাষিণী॥
        প্রশান্ত সাগরে
        তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগিণী॥
বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে?
বনান্ত ছেয়ে যায় বাসন্তী-হাসিতে।
        তব  কবরী-মূলে
        নব  এলাচীর ফুল দুলে
                    কুসুম-বিলাসিনী॥
       

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।

  • গ্রন্থ: গানের মালা প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১৫। কিউবান ডান্সের সুর]
  • রেকর্ড:
    • এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এন ৭২৯১। শিল্পী: মিস অনিমা (বাদল)]
    • কলাম্বিয়া [সেপ্টেম্বর ১৯৪৯ (ভাদ্র-আশ্বিন ১৩৫৬)। জিই ৭৫৭৬। শিল্পী: শ্রীমতী পূরবী ঘোষ। পরিচালনা - নিতাই ঘটক।] [শ্রবন নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ১৭ গান] [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: কিউবান নৃত্যের সুর
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।