ফুলে পুছিনু, 'বল, বল ওরে ফুল!' (fule puchhinu bol bol ore ful)
তাল: দ্রুত-দাদ্রা
ফুলে পুছিনু, 'বল, বল ওরে ফুল!'
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?
'যার রূপে উজালা দুনিয়া', কহে গুল,
'দিল সেই মোরে এই রূপ এই খোশ্বু।
আল্লাহু আল্লাহু॥
'ওরে কোকিল, কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কণ্ঠ মধুর?'
কহে কোকিল পাপিয়া, আল্লাহ গফুর,
তাঁরি নাম গাহি 'পিউ পিউ, কুহু কুহু-
আল্লাহু আল্লাহু॥
'ওরে রবি-শশী, ওরে গ্রহ-তারা
কোথা পেলি এ রওশনী জ্যোতি ধারা?'
কহে, 'আমরা তাহারি রূপের ইশারা
মুসা, বেহুঁশ হলো হেরি' যে খুব্রু
আল্লাহু আল্লাহু॥'
যারে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়
কূল-মখলুক যাঁহার মহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
নাম নিতে নিতে মরি এই আরজু
আল্লাহু আল্লাহু॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ- মাঘ ১৩৪০) মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
- রেকর্ডসূত্র: এইচএমভি। জানুয়ারি ১৯৩৪ (পৌষ- মাঘ ১৩৪০)। এন ৭১৯১। শিল্পী: কে মল্লিক [শ্রবন নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ১৭ সংখ্যক গান [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: পমা