ও, কূল-ভাঙা নদী রে (o kul-bhanga nodi re)

        ও, কূল-ভাঙা নদী রে,
        আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে॥
        যে লোনা জলের সিন্ধুতে নদী, নিতি তব আনাগোনা
        মোর চোখের জল লাগ্‌বে না ভাই তার চেয়ে বেশি লোনা।
        আমায় কাঁদাতে দেখে আস্‌বিনে তুই রে,
        উজান বেয়ে ফিরে' নদী, উজান বেয়ে ফিরে' ॥
        আমার মন বোঝে না, নদী ─
তাই   বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি।
        তোরই অতল তলে ডুবিতে চাই রে,
                তুই ঠেলে দিস্ তীরে (ওরে)॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (১৭ আষাঢ়- ১৫ শ্রাবণ ১৩৩৯) প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।   সুর-সাকী। ৫০। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ২৫০-২৫১]
    • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।   সুর-সাকী। ৫০। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ২৫০-২৫১]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২। ]
       
  • রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এন ৭২৬১। শিল্পী: গোপালচন্দ্র সেন [ শ্রবণ নমুনা ]
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। সপ্তম গান। পৃষ্ঠ- ৫৪-৫৮ [নমুনা]
     
  • পর্যায়: মরমী
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।