আঁধার রাতে কে গো একেলা ( adhar rate ke go akela)
আঁধার রাতে কে গো একেলা
নয়ন-সলিলে ভাসালে ভেলা॥
কাঁদিয়া কারে খোঁজ ওপারে
আজো যে তোমার প্রভাত বেলা॥
কি দুখে আজি যোগিনী সাজি'
আপনারে ল'য়ে এ হেলা-ফেলা॥
সোনার কাঁকন ও দুটি করে
হের গো জড়ায়ে মিনতি করে।
খুলিয়া ধূলায় ফেলো না গো তায়,
সাধিছে নূপুর চরণ ধ'রে।
হের গো তীরে কাঁদিয়া ফিরে
আজি ও-রূপের রঙের মেলা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এই গানটি 'আলেয়া' গীতিনাট্যে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'
এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় (জুন-জুলাই ১৯২৯) মাসের দিকে। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।
- মঞ্চস্থ নাটক: আলেয়া। ' নাট্যনিকেতন' রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। প্রথম অঙ্ক। কাকলির গান। শিল্পী: পারুল বালা
- গ্রন্থ:
- আলেয়া।
- প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ১৩৩৮ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক: কাকলির গান]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮। মে ২০১১। আলেয়া। প্রথম অঙ্ক: কাকলির গান। পৃষ্ঠা: ৩২৭-৩২৮]
- চোখের চাতক।
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ২১। দেশ-পিলু-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ২১। দেশ-পিলু-দাদরা। পৃষ্ঠা: ২০৯।]
- নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী । দেশ-পিলু-দাদরা। পৃষ্ঠা ৫২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। নজরুল গীতিকা। ঠুংরী। ৪০। দেশ-পিলু-দাদরা। পৃষ্ঠা: ১৯৯-২০০]
- নজরুল সঙ্গীত স্বরলিপি (বায়ান্নতম খণ্ড) [নমুনা]
- আলেয়া।
- পত্রিকা:
- সওগাত [আষাঢ়, ১৩৩৬ (জুন-জুলাই ১৯২৯)।
- নাচঘর। ৯ পৌষ ১৩৩৮ (শুক্রবার ২৫ ডিসেম্বর ১৯৩১)। শিরোনাম: আলেয়ার আরও দশটি গান।
- রেকর্ড:
- মেগাফোন [জানুয়ারি, ১৯৩৪ (পৌষ- মাঘ ১৩৪০)। জে.এন.জি ৯৪। শিল্পী: বাণী নিয়োগী।]
- [মাসুদা আনাম (শ্রবণ নমুনা)]
- বরলিপিকার ও স্বরলিপি:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে বাণী নিয়োগীর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ২। পৃষ্ঠা: ২০-২২ [নমুনা]
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে বাণী নিয়োগীর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ২। পৃষ্ঠা: ২০-২২ [নমুনা]
- পর্যায়: