ও তুই কারে দেখে ঘোমটা দিলি নতুন বউ বল্ গো (o tui kare dekhe ghomta dili )
ও তুই কারে দেখে ঘোমটা দিলি নতুন বউ বল্ গো-
তুই উঠলি রেঙে' যেন পাকা কা,রাঙ্গার ফল গো॥
তোর মন আইঢাই কি দেখে কে জানে
তুই চুন বলে দিস হলুদ বাটা পানে
তুই লাল নটে শাক ভেবে কুটিস শাড়ির আঁচল গো॥
তুই এ-ঘর যেতে ও-ঘরে যাস পায়ে বাধে পা
বউ তোর রঙ্গ দেখে হাসছে ননদ-জা।
তুই দিন থাকিতে পিদিম জ্বালিস ঘরে
ওলো রাত আসিবে আরো অনেক পরে
কেন ভাতের হাঁড়ি মনে ক'রে উনুনে দিস জল গো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৫০) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৪ বৎসর ১ মাস।
- রেকর্ড: টুইন। জুলাই ১৯৪৩ (আষাঢ়- শ্রাবণ ১৩৫০)। এফটি ১৩৮৮৭। শিল্পী: বেলারাণী। সুরকার: চিত্ত রায়। শ্রেণী- নৃত্য-সম্বলিত। [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। চতুর্থ গান] [নমুনা]
- পর্যায়: