অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা (onek kotha bolar majhe lukiye ache ekti kotha)
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারি সেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা॥
সেই কথাটি ঢাকার ছলে
অনেক কথা যাই গো ব'লে
ভাসি আমি নয়ন-জলে বল্তে গিয়ে সেই বারতা॥
অবকাশ দেবে কবে কবে সাহস পাবে প্রাণে
লজ্জা ভুলে সেই কথাটি বল্ব তোমায় কানে কানে।
মনের বনে অনুরাগে
কত কথার মুকুল জাগে
সেই মুকুলের বুকে জাগাও ফুটে ওঠার ব্যাকুলতা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এফটি ৪৫৬৬। শিল্পী: শিউলি সরকার। সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
- এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। এন ২৭০০৩। শিল্পী: বীণা চৌধুরী। সুর: শৈলেন দাশগুপ্ত][শ্রবণ নমুনা]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- সুরকার:
- নজরুল ইসলাম [টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এফটি ৪৫৬৬]
- শৈলেন দাশগুপ্ত [এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। এন ২৭০০৩] [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। প্রথম গান। রেকর্ডে বীণা চৌধুরীর-গাওয়া গানের সুরানুসারে করা স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে শিউলি সরকারের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৭-১৯ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর:
- সা [রশিদুন্ নবী-কৃত স্বরলিপি]
- মগ [সেলিনা হোসেন-কৃত স্বরলিপি]
- সুরকার: