আও আও স্যজনী (ao ao sajni)

আও আও স্যজনী
ম্যঙ্গল গাও শঙ্খ বাজাও
স্যফ্যল মানো র‍্যজনী॥
অ্যম্যর লোক্ সে কুসুম গিরাও
তীন লোক মে হ্যর‍্যষ মানাও
হঁস্যতী আজ ধরণী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে  (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) এইচএমভি থেকে নজরুলের রচিত জন্মাষ্টমী নামক হিন্দি নাটিকা প্রকাশিত হয়েছিল। এই গানটি এই নাটকে ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)]। এন ১২৪৩৫। দেবদেবগণের স্তুতি
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৫৭। পৃষ্ঠা: ২৯৩]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: হিন্দি গান [নাটিকার গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।