আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায় (abar keno batayone dep jalile, hay)
রেকর্ড-নাটিকা: ‘লায়লী মজনু’, তাল: দাদ্রা
মজনু : আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়!
আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥
লায়লী : আমার প্রেম যে অনল শিখা জ্বলে তিমির রাতে
পতঙ্গরে পোড়াই আমি নিজেও পুড়ি সাথে।
মজনু : একি ব্যথা একি নেশা
এই কি গো প্রেম গরল-মেশা!
লায়লী : তত আলো দান করে সে যত সে জ্বালায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) মাসে এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
- রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায়। আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। এন ৭৩৯৬। তৃতীয় ও চতুর্থ খণ্ড। লাইলী ও মজনুর গান। শিল্পী: ধীরেন দাস ও হরিমতী। [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী। নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল ইন্সটিটিউট] দ্বিতীয় গান [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম (নাট্যগীতি)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত দাদরা
- গ্রহস্বর: না